ভারতে রাশিয়ান টিকার প্রয়োগ শুরু

বণিক বার্তা অনলাইন

রাশিয়ার ‘স্পুটনিক ভি’ নামক করোনাভাইরাসের ভ্যাকসিনের সীমিত পরিসরে প্রয়োগ শুরু করেছে ভারত। এর মধ্য দিয়ে বিদেশের প্রথম কোনো ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলো দেশটিতে। খবর এনডিটিভি।

দেশটিতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই কোটিতে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩ লাখ ২৬ হাজার মানুষের মধ্যে কাভিড-১৯ শনাক্ত হয়। এর মধ্য দিয়ে ভারতে করেনা শনাক্তের সংখ্যা ২ কোটি ৪৩ লাখে পৌঁছেছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৩ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের এমন পরিস্থিতিকে ‘বিশাল উদ্বেগের’ বলে মন্তব্য করেছে।

এদিকে, ভারতে গত একদিনে কভিড-১৯ থেকে সুস্থ হয়েছে ৩ লাখ ৫৩ হাজার রোগী। এর মধ্য দিয়ে দেশটিতে ক্রমবর্ধমান সুস্থ  হওেয়ার সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত ভারতে ১৮ কোটি মানুষকে ভ্যাকসিনের ডোজ দেয়া হয়েছে।

ভারতে কভিড-১৯ পরিস্থিতি বেশ উদ্বেগের পর্যায়ে রয়েছে। দেশটির বেশ কিছু রাজ্যে করোনা শনাক্তের সংখ্যা, হাসাপাতালে ভর্তি এবং মৃত্যুর পরিমাণ ভয়াবহ রকমের দেখে দিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাস শুক্রবার সতর্ক করে বলেছেন, বিশ্বের প্রথমবার আঘাত হানা করোনার চাইতে দ্বিতীয় বছরেরটি হবে আরো মারাত্মক। 

ভারতে কভিড-১৯ শনাক্তের সংখ্যা গত ১৯ ডিসেম্বরে ১ কোটি ছাড়ায়। আর গত ৪ মে তারিখে এটি দ্বিগুণ বেড়ে ২ কোটির মাইলফলকে পৌঁছায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন