ঈদের শুভেচ্ছায় তারকারা কে কি বললেন

বণিক বার্তা অনলাইন

করোনাভাইরাস মহামারীর মধ্যে আরো একটি ঈদ উদযাপিত হচ্ছে। সিনেমা-নাটকের কুশীলবরা দর্শকদের ঈদ শুভেচ্ছা জানাতে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম। শিল্পীদের বার্তায় ঈদ শুভেচ্ছায় মঙ্গলকামনা যেমন ছিল, একই ভাবে ছিল ভাইরাস থেকে সুরক্ষিত থাকার বার্তা। 

চিত্রনায়ক শাকিব খান ফেসবুকে লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ, দয়া করে সকল মুসলিম ভাই-বোনদের হেফাজত করুন। দোয়া কবুল করুন। আমিন।’

জয়া আহসান ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আশা করি এবছরের ইদ আপনাদের জীবনে খুশি ও আনন্দ নিয়ে আসবে।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

বাপ্পি চৌধুরী লিখেছেন,‘আজকের এই পবিত্র দিনে সামাজিক দূরত্ব রক্ষা করে আনন্দ, ভালোবাসা, খুশি ছড়িয়ে পড়ুক ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে। মহান সৃষ্টিকর্তার কাছে করোনা থেকে রক্ষার পাশাপাশি, ফিলিস্তিনে নিপীড়িত মুসলমান ভাই-বোনদের দুঃখমোচনের জন্য প্রার্থনা করছি। আসুন পৃথিবীটাকে ভালোবাসতে শিখি, মানুষগুলোকে আপন ভাবতে শিখি, জীবনটাকে সহজ ও সুন্দর করে নেই। ঈদ মোবারক।’

বুবলি লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সচেতনভাবে সবাই ঈদ উদযাপন করুন।’

বিদ্যা সিনহা মীম একটি ভিডিও প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘এবার ঈদে আমরা সবাই ঘরে থাকি। নিজেকে ও অন্যকে নিরাপদে রাখি। আজকের আনন্দময় ঈদের দিনে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছে, ‘আমার পরিবার, বন্ধু ও অনুরাগীদের ঈদের শুভেচ্ছা। সবাইকে ভালোবাসা।’ মেহজাবিন চৌধুরী লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে।’  

অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘ঈদ মুবারক, আমার সব বন্ধু, পরিবার ও ভক্তদের। পুরো দিনটি সচেতনভাবে উদযাপন করুন। ঘরে থাকুন এবং পরিবারের সঙ্গে দিনটি কাটান।’


অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, 'ধর্ম, বর্ণ, জাত-পাত, নারী, পুরুষ, দেশি-বিদেশি, আদিবাসী-অনাদিবাসী নির্বিশেষে সবাইকে ঈদের শুভেচ্ছা।'

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন