যুক্তরাষ্ট্রে টিকাগ্রহীতাদের মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) পুরোপুরি টিকা দেওয়া লোকদের বাইরে মাস্ক পড়তে হবে না বলে নির্দেশনা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার এই নির্দেশনা দেবার পর প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউজের ওভাল অফিসে রিপাবলিকান পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে নিয়ে নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেলেন। 

এসময় তিনি আমেরিকার জন্য আজ অসাধারণ এক দিন বলেও উল্লেখ করেন । বিষয়টি নিয়ে বাইডেনের ভেরিফাইড ফেসবুকে একটি সংক্ষিপ্ত বার্তাও প্রকাশ করা হয়।  

সিডিসি'র নির্দেশনায় বেশিরভাগ জায়গায় বিশেষ করে ঘরের অভ্যন্তরে মাস্ক পরার বিধিনিষেধ শিথিল করেছে। তবে বাস, উড়োজাহাজ ও হাসপাতালের মতো আবদ্ধ জায়গায় ভিড়ের মধ্যে মাস্ক পরার বাধ্যবাধকতা বজায় থাকছে।

মাস্ক পরার বাধ্যবাধকতা শিথিল করার ফলে আমেরিকানদের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করবে বলেও নির্দেশনায় আশাবাদ প্রকাশ করা হয়। এতে আমেরিকানরা টিকা দেওয়ার জন্য আরো উৎসাহিত হয়ে উঠবে। নির্দেশনায় সম্পূর্ণরূপে টিকাদান করা লোকদের বেশিরভাগ জায়গায় শারীরিকভাবে দূরত্বের প্রয়োজন হবে না বলেও জানানো হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন