মেটাল সীডের হাইব্রীড ধান “এম এস ১” এর ক্রপ কাটিং ও মাঠ দিবস

বণিক বার্তা অনলাইন

গাইবান্ধা জেলার সদর উপজেলার কিসমত ফলিয়া গ্রামে গত ৬ মে, ২০২১ ইং তারিখে মেটাল এগ্রোলিমিটেড কতৃক  হাইব্রীড ধান “এম এস ১” এর ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

গত বোরো মৌসুমে  কিসমত ফলিয়া গ্রামের কৃষক মো: সাইদুর রহমান দুদু ১৮ একর জমিতে মেটাল সীডের  হাইব্রীড ধান  “এম এস ১” চাষ করেছেন। তিনি ক্রপ কাটিং করে বাম্পার ফলন একর প্রতি ১১৫ মন ফলন পেয়েছেন।

গাইবান্ধা জেলায় হাইব্রীড ধানের সর্বোচ্চ ফলন পাওয়ায় উপস্থিত সকল কৃষক ভাইয়েরা অত্যন্ত আনন্দিত এবং আগামী বোরো মৌসুমে হাইব্রীড ধান  ‘এম এস ১’ চাষ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হন। উক্ত ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধার সদর উপজেলার মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট বীজ ব্যবসায়ীগন, মেটাল সীডের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও কৃষক ভাইয়েরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন