মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে

বণিক বার্তা ডেস্ক

বাজারে দুই দশকের সবচেয়ে ভালো সপ্তাহ অতিবাহিত করার পর কমে গেছে মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) দেয়া তথ্যমতে, গত মাসে বাজারে ভোজ্যতেলটির সরবরাহ প্রত্যাশার চেয়েও বেশি ছিল। ফলে পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য শতাংশেরও বেশি কমে গেছে। খবর রয়টার্স।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম ৬২ রিঙ্গিত বা দশমিক শতাংশ কমে হাজার ৩৬৫ রিঙ্গিত বা হাজার ৬৩ ডলারে নেমে গেছে। টানা দুই মৌসুমে ঊর্ধ্বমুখী বাজারদরের পর সর্বশেষ কার্যদিবসে পতন দেখা গেছে।

মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) দেয়া তথ্যে দেখা গেছে, বাজারদরে পতন চলাকালীন ভোজ্যতেলটির মজুদ বেড়েছে। এপ্রিলের শেষ দিকে মাসভিত্তিক হিসাবে পাম অয়েলের মজুদ দশমিক শতাংশ বেড়ে ১৫ লাখ ৫০ হাজারে পৌঁছে, যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ মজুদ। টানা দুই মাস ধরে উৎপাদন বাড়তির দিকে থাকায় মজুদ শক্তিশালী হয়েছে বলে জানায় এমপিওবি। 

চলতি মাসের প্রথম ১০ দিনে মালয়েশিয়া পাম অয়েল রফতানির পরিমাণ বাড়িয়েছে। সময়ের মধ্যে গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়েছে ২৯ দশমিক থেকে ৩৬ দশমিক শতাংশ পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন