চীনের ইস্পাতের ৬% মূল্যবৃদ্ধি

বণিক বার্তা ডেস্ক

চীনের ইস্পাতজাত পণ্য রড হট রোলড কয়েলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য শতাংশ বেড়েছে। ইস্পাত উৎপাদন কমে যাওয়ায় খাতে উদ্বেগ তৈরি হয়েছে। এতে ধাতুটির বাজারদরে ঊর্ধ্বগতি দেখা দেয়। খবর রয়টার্স মাইনিংডটকম।

বাজার স্থীতিশীল করতে রাষ্ট্রীয় পরিকল্পনাকারীরা স্থানীয় সরকারের কাছে ইস্পাত প্রকল্পগুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। এছাড়া বছরব্যাপী উৎপাদন হ্রাসের পরিকল্পনা বিবেচনায় নেয়ারও আহ্বান জানানো হয়েছে। 

অবকাঠামো নির্মাণে ব্যবহূত ইস্পাতজাত পণ্য রড। সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সর্বাধিক লেনদেন হওয়া পণ্যটির অক্টোবরে সরবরাহ চুক্তিমূল্য দশমিক শতাংশ বেড়ে প্রতি টন ৯৬৬ দশমিক ৩৮ ডলারে পৌঁছেছে। টানা ছয় মৌসুমে রডের এমন মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে। বর্তমানে অবকাঠামো নির্মাণে ব্যবহূত ধাতুর চাহিদায় ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। এছাড়া স্থানীয় হট রোলড কয়েলের দামও বিশ্ববাজারে পাল্লা দিয়ে বাড়ছে। সিআইটিআইসি ফিউচারসের বিশ্লেষকরা এমন তথ্য জানিয়েছেন।

শিল্প-কারখানার উৎপাদন খাতে ব্যবহূত ইস্পাতজাত পণ্য হট রোলড কয়েল। পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য থেকে দশমিক শতাংশ পর্যন্ত বেড়েছে। চলতি মৌসুমে পণ্যটির দাম প্রতি টনে হাজার ৫৬৮ ইউয়ানে পৌঁছেছে। টানা চার মৌসুমে হট রোলড কয়েলের মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত আছে।

এদিকে ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে আকরিক লোহার সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিমূল্য দশমিক শতাংশ বেড়ে হাজার ২৯১ ইউয়ানে উন্নীত হয়েছে।    

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন