আসন্ন বাজেটের অধিবেশন ২ জুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন বসবে আগামী জুন। এটি ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশন। গতকাল সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। এর পরের দিন বেলা ৩টায় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। পুরো অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে গত বছর বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করা হয়। নয় কার্যদিবসের ওই অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মহামারীকালের অধিবেশন বিগত অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। গত অর্থবছরের মতো এবারো বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না থাকায় অধিবেশনের আগে আগে সব মন্ত্রী, সাংসদ সংসদের কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষা করানো হবে। সংসদ অধিবেশন চলাকালে এবার দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন