পুরনো আইকনে পরিবর্তন আনতে যাচ্ছে মাইক্রোসফট

বণিক বার্তা ডেস্ক

দীর্ঘ ২৬ বছর পর উইন্ডোজ ৯৫ থেকে শুরু হওয়া আইকনের আকৃতিসহ ভিজ্যুয়াল ক্ষেত্রে পরিবর্তন আনতে যাচ্ছে টেক জায়ান্ট মাইক্রোসফট। তবে শুধু আকৃতি পরিবর্তন নয় মাইক্রোসফট এবার পুরো আইকনের আদ্যোপান্ত নিয়ে কাজ করছে। খবর সিএনএন বিজনেস।

উইন্ডোজ ব্যবহারকারীরা প্রতিনিয়ত তাদের রিসাইকেল বিন, স্টার্ট মেন্যু, টাস্ক বারের আইকনসহ বিভিন্ন বিষয়ে পর্যায়ক্রমে আপডেট পেয়ে থাকেন। তবে এসবের বাইরেও বেশকিছু বিষয় রয়েছে, যেগুলো মাইক্রোসফটের নজর এড়িয়ে গেছে কিংবা তারা সেভাবে গুরুত্ব দেয়নি। এর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো উইন্ডোজ ৯৫-এর সময় থেকে এখন পর্যন্ত অপরিবর্তিত রয়ে গেছে।

আগামী অক্টোবরে উইন্ডোজ টেনের নতুন আপডেট আনতে যাচ্ছে মাইক্রোসফট। আইকনসহ ভিজ্যুয়াল বিষয়ের সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়াটি আপডেটের অন্তর্গত। চলতি সপ্তাহেই ডেভেলপাররা আপডেটের পরীক্ষা চালিয়েছে। যেখানে কম ব্যবহূত কিছু আইকনের আপডেটের তথ্য পাওয়া গেছে।

রিফ্রেশে কী আছে?

বছরের দুই অংশে মাইক্রোসফট উইন্ডোজে নতুন কিছু ওয়েলকাম ফিচার আপডেট করে। এর মধ্যে রয়েছে নতুন স্ক্রিনশট টুল, গোছানো স্টার্ট মেন্যু ইত্যাদি। চলতি বছরের বসন্তে রকম আরো একটি আপডেট আসবে, যেখানে এসব মেন্যুবারকে আরো আকর্ষণীয় করা হবে এবং বাগ মুছে ফেলা হবে।

তবে শীতের সময়ে সান ভ্যালি কোডনেমে উইন্ডোজ টেনের সম্পূর্ণ নতুন ডিজাইনের আপডেট আনতে যাচ্ছে মাইক্রোসফট। যেখানে সম্পূর্ণ নতুন স্টার্ট মেন্যু, ফাইল এক্সপ্লোরার, অ্যাকশন সেন্টার টাস্কবার দেয়া হবে। ট্যাবলেট ব্যবহারকারীরাও আরো উন্নত ডিজাইনের ভার্চুয়াল কিবোর্ড সুবিধা পাবেন, যেখানে আরো বেশি ইমোজি ব্যবহার করা যাবে।

এখন কেন?

সাম্প্রতিক সময়ে উইন্ডোজের যেসব আপডেট বা ফিচার এসেছে তা মূলত গেমার এবং করপোরেট গ্রাহকদের জন্যই আনা হয়েছে। করোনা মহামারীর কারণে ঘরে থেকে কাজ করার যে প্রচলন শুরু হয়েছে, তা উৎপাদনশীলতাকে আরো বাড়িয়ে দিয়েছেন। যারা প্রতিদিন কম্পিউটার ব্যবহার করছেন, তাদের নিত্যদিনের কর্মযজ্ঞ যেন আরো সুন্দর হয় সে লক্ষ্যেই কাজ করছে মাইক্রোসফট।

আপডেটের পাশাপাশি অ্যাপলের নতুন এমওয়ান চিপের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট। এটি মূলত স্মার্টফোনভিত্তিক কাস্টম বিল্ট মাইক্রোপ্রসেসর। চিপ কম্পিউটার খাতে বিশাল পরিবর্তন এনে দিয়েছে।

মাইক্রোসফটের নিজস্ব হাইব্রিড ডিভাইস সারফ্রেস প্রো এক্স রয়েছে। যেটি অ্যাপলের এমওয়ান চিপের মতো নির্মিত চিপেই পরিচালিত হয়। চলতি বছর উইন্ডোজ টেন এক্স অপারেটিং সিস্টেমসহ এটি বাজারে আসবে। উইন্ডোজ টেন এক্স মূলত ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট এবং সাধারণ ল্যাপটপ বা ডেস্কটপের মতো নয়, সেসব ডিভাইসে ব্যবহার করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন