নীতি না মানলে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা হবে

বণিক বার্তা ডেস্ক

নিরাপত্তার ব্যাপারে হোয়াটসঅ্যাপ নতুন যে নীতিমালা প্রণয়ন করেছে সেটি যদি ব্যবহারকারীরা গ্রহণ না করেন, তবে তাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছিল সামাজিক যোগাযোগের অন্যতম মেসেজিং মাধ্যম হোয়াটসঅ্যাপ। তবে তারা যদি কয়েক সপ্তাহ পর্যন্ত এটি এড়িয়ে যান তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যার সৃষ্টি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর পিটিআই।

সমস্যার মধ্যে লিস্টের অ্যাক্সেস হারানো এবং পরবর্তী সময়ে অডিও এবং ভিডিও কল রিসিভ না করতে পারার মতো সীমাবদ্ধতাও দেখা দেবে।

ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানায়, যারা এখনো নতুন নীতিমালা সম্পর্কে অবগত নয়, তাদের প্রতিনিয়ত নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে আসছে প্রতিষ্ঠানটি। কয়েক সপ্তাহ পর যারা নোটিফিকেশন পেয়েছেন তারা আর এটি পাবেন না।

ব্যাপারে হোয়াটসঅ্যাপ জানায়, ওই সময়ের পর ব্যবহারকারীরা আপডেটেড নীতিমালা গ্রহণ না করা পর্যন্ত বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার সম্মুখীন হবেন। তবে সব ব্যবহারকারী একবারে সমস্যার মুখে পড়বেন না বলেও জানায় হোয়াটসঅ্যাপ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন