অ্যান্ড্রয়েড অ্যাপ আনল ক্লাবহাউজ

বণিক বার্তা ডেস্ক

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অ্যাপ এনেছে লাইভ অডিও মাধ্যম ক্লাবহাউজ। শিগগিরই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে অ্যাপের কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রতিষ্ঠানটি জানায়, উদ্যোগের মাধ্যমে অ্যান্ড্রয়েডের বিশাল বাজারে ক্লাবহাউজের বিস্তৃতি ঘটানো সম্ভব হবে। খবর রয়টার্স।

চলতি বছর এলন মাস্কসহ অন্যান্য ধন কুবেররা অডিও চ্যাট মাধ্যমে আসার পরপরই এর পরিচিতি খ্যাতি চারদিকে বিস্তৃত হতে থাকে। ক্লাবহাউজের খ্যাতি ফেসবুক, টুইটারের মতো বড় বড় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সাড়া ফেলে।

প্রথমে শুধু আইফোন ব্যবহারকারীরা ক্লাবহাউজ অ্যাপ ব্যবহার করতে পারতেন। তবে সেজন্য একজন ব্যবহারকারীকে অন্য আরেকজনকে আমন্ত্রণ পাঠানোর পর অ্যাপ ব্যবহারের সুযোগ মিলত।

তবে অ্যাপের জনপ্রিয়তার অন্যতম একটি অংশ হচ্ছে এর ডাউনলোডের সংখ্যা। এদিক থেকে ক্লাবহাউজ মারাত্মক অবনমনের মুখে পড়ে।

সেন্সর টাওয়ারের তথ্যানুযায়ী ফেব্রুয়ারিতে ক্লাবহাউজ ৯৬ লাখ বার ডাউনলোড করা হয়, মার্চে যা ২৭ লাখে নেমে আসে। সর্বশেষ এপ্রিলে ডাউনলোডের পরিমাণ সর্বনিন্ম নয় লাখে নেমে আসে।

দীর্ঘ প্রতীক্ষার পর ক্লাবহাউজের অ্যান্ড্রয়েড ভার্সন বাজারে আনা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন এর মাধ্যমে বৈশ্বিকভাবে আরো অনেক ব্যবহারকারীর কাছে ক্লাবহাউজ পৌঁছে যাবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন