ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০% লভ্যাংশ ঘোষণা

বণিক বার্তা অনলাইন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী  ব্যাংক লিমিটেড ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ সমাপ্ত (৩১ ডিসেম্বর ২০২০) হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকটির সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করে পর্ষদ।

সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা, আর এককভাবে হয়েছে ২ টাকা ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯১ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ জুলাই সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ বিতরণে জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ জুন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন