ভূমি কর্মকর্তাকে মারধর

রায়পুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে মারধরের ঘটনার মামলায় জাকির হোসেন মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে দক্ষিণ চরবংশী ইউপির মোল্লারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মেঘনা নদীতে অবৈধ ড্রেজারে বালি উত্তোলনের ঘটনায় ব্যবস্থা নেয়ায় ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে মারধর করেন জাকির হোসেন মোল্লা। তার বিরুদ্ধে থানায় মারামারিসহ আরো তিনটি মামলা চলমান রয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা জাকির হোসেন মোল্লা চরবংশী ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ মোল্লার মেজ ছেলে এবং ইউপি .লীগের সাংগঠনিক সম্পাদক।

হাজিমারা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ওসি) ইউসুফ আলী জানান, গত ১৫ মার্চ উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির মোল্লারহাট বাজার সংলগ্ন পানির ঘাট নামক স্থানে অবৈধ ড্রেজার দিয়ে বালি উত্তোলন করেন জাকির মোল্লা। সংবাদ পেয়ে একই ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদসহ কর্মচারীরা ঘটনাস্থলে আসেন। সময় আওয়ামী লীগ নেতা জাকির মোল্লাসহ তার দুই অনুসারী আবুল হোসেন মাসুদ শেখ ভূমি কর্মকর্তাকে মারধর করেন।

ঘটনায় বেশি বাড়াবাড়ি করলে দেখে নেয়ার হুমকিও দেয়া হয়। ১৬ মার্চ থানায় ভূমি কর্মকর্তা মামলা করলে আবুল হোসেন মাসুদ শেখ কারাভোগ করেন। অবশেষে ওই মামলায় গতকাল আওয়ামী লীগ নেতা জাকির মোল্লাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন