এফটিএ স্বাক্ষরের পথে ইসরায়েল দক্ষিণ কোরিয়া

বণিক বার্তা ডেস্ক

চলতি সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করতে যাচ্ছে ইসরায়েল। এটা বাস্তবায়ন হলে এশিয়ার কোনো দেশের সঙ্গে ইসরায়েলের প্রথম এফটিএ। গতকাল ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের বরাতে তথ্য নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।

উভয় দেশের মধ্যে এফটিএ স্বাক্ষর হলে একে অন্যের পণ্যে শুল্ক কমানো হবে এবং বিভিন্ন বিনিয়োগে সুরক্ষা জাল নিশ্চিত করা হবে। ২০২০ সালে উভয় পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ২৪০ কোটি ডলারে পৌঁছেছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশই ছিল ইসরায়েলের পণ্য সেবা আমদানি।

চলতি সপ্তাহে ইসরায়েলের পররাষ্ট্র অর্থমন্ত্রী সিউল সফরে চুক্তিতে চূড়ান্ত স্বাক্ষর করবেন। চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ায় ইসরায়েলের মোট পণ্য রফতানির ৯৫ শতাংশই শুল্কমুক্ত সুবিধা পাবে। চীন, ভিয়েতনাম ভারতের সঙ্গেও ধরনের চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন