করোনার ভারতীয় ধরন নিয়ে উদাসীনতা বিপদ ডেকে আনতে পারে: ওবায়দুল কাদের

বণিক বার্তা অনলাইন

মহামারী করোনাভাইরাসের ভারতীয় ধরনের প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক না হলে বিপদজনক পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত "মুজিববর্ষ ও কোভিড ১৯ মোকাবিলায় করণীয়” শীর্ষক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরনে দেখা গেছে, সামান্যতম উদাসীনতায় বিপদজনক ভবিষ্যতেরই পূর্বাভাস। এমতাবস্থায় সবাইকে সচেতন হতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যার যার অবস্থানে থেকে ঈদ উযাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন বলে মনে করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, গতকালও ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিলো, ভারত এখন করোনার তান্ডবে লন্ডভন্ড। অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্ত্বেও ভারত আজ চরম অক্সিজেনে সংকটে ,সেখানে হাহাকার লেগেই আছে। আবারো তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে একারণে ভারত থেকে  বিপদজনক বার্তা পাচ্ছে  বাংলাদেশ।

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন