প্রবাসীদের সেবায় চালু হলো ‘আমি প্রবাসী’ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক

মুজিব বর্ষ উপলক্ষে বৈদেশিক কর্মসংস্থান-সংক্রান্ত সেবা আরো সহজ ডিজিটালাইজ করতে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আমি প্রবাসী নামক একটি অ্যাপের উদ্বোধন করেছে। গতকাল ভার্চুয়ালি অ্যাপটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

সে সময় মন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই অ্যাপ ব্যবহার করে প্রবাসী কর্মীরা উপকৃত হবেন।

দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, প্রবাসীদের রেমিট্যান্সে প্রণোদনার পরিমাণ শতাংশ থেকে বাড়িয়ে শতাংশ করার জন্য অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া, আশা করব অর্থ মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়নে কাজ করবে। আর এটি বাস্তবায়িত হলে এটি নিশ্চয় প্রবাসীদের জন্য অনেক বড় পাওয়া হবে।

প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব . আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, বিদেশ গমনেচ্ছু কর্মীদের বিদ্যমান ডাটা ব্যাংকে অন্তর্ভুক্তির জন্য ব্যবহারকারীরা অ্যাপটিকে একটি ঐচ্ছিক চ্যানেল হিসেবে ব্যবহার করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন