২২% আয় বেড়েছে আর্গন ডেনিমসের

নিজস্ব প্রতিবেদক

আর্গন ডেনিমসের চলতি ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আয় বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেড়েছে। সেই সঙ্গে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৫৩ শতাংশ।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৮৫ কোটি ৮৮ লাখ ৬৬ হাজার ৬৭২ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ৭০ কোটি ২১ লাখ ৫২ হাজার ৫৪১ টাকা। সে হিসাবে কোম্পানিটির আয় বেড়েছে ১৫ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ১৩১ টাকা বা ২২ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে কোটি ৯০ লাখ হাজার ৯০ টাকা, আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল কোটি ৮৫ লাখ হাজার ৬৪৮ টাকা। সে হিসাবে কোম্পানিটির চলতি হিসাব বছরর তৃতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় মুনাফায় বেড়েছে কোটি লাখ হাজার ৪৪২ টাকা বা ৫৩ শতাংশ। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছর একই সময় হয়েছিল ২৯ পয়সা।

অন্যদিকে প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির আয় হয়েছে ২২০ কোটি ৩২ লাখ ১১ হাজার ৪৬৫ টাকা, আগের বছর একই সময় যা ছিল ২৬০ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৭৪৮ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির আয় কমেছে ৪০ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ২৮৩ টাকা বা ১৫ শতাংশ। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৫৩ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন