অগ্নিকাণ্ড প্রতিরোধে সুন্দরবনের নদী-খাল পুনঃখনন করা হবে

বণিক বার্তা প্রতিনিধি, বাগেরহাট

সুন্দরবন রক্ষায় সরকার সব সময় বদ্ধপরিকর। বিভিন্ন সময় সুন্দরবন রক্ষায় সরকার নানা উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক সময়ে সুন্দরবনের মধ্যে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটা নিশ্চয়ই উদ্বেগের কারণ। ভবিষ্যতে সুন্দরবনে অগ্নিকাণ্ড প্রতিরোধে আগামী শুষ্ক মৌসুমের আগেই লোকালয়-সংলগ্ন নদী-খাল পুনঃখনন করা হবে। গতকাল বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকার অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার এরই মধ্যে সুন্দরবন মোংলা এলাকায় ৮৩টি নদী-খাল পুনঃখনন করেছে, যা এলাকার প্রাণীবৈচিত্র্য রক্ষায় কাজ করছে। বিভিন্ন সময় সুন্দরবনের চারপাশে যে কাঁটাতারের বেড়া ওয়াচ টাওয়ার নির্মাণের কথা হয়েছে, তা- বাস্তবায়ন করা হবে। সুন্দরবন রক্ষায় বন বিভাগকে আরো সতর্ক এবং স্থানীয় জনগণ বনজীবীদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

দাসের ভারানি এলাকায় পরিদর্শনের সময় সচিবের সঙ্গে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. রফিক উল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মো. রিজাউল করিম, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনসহ পানি উন্নয়ন বোর্ড বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন পরিদর্শন শেষে তিনি শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গাবতলায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ প্রস্তাবিত নদী শাসন এলাকা পরিদর্শন করেন।

গত মে দুপুরে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিস, বন বিভাগ স্থানীয়দের প্রায় ৩০ ঘণ্টার চেষ্টায় মে বিকালে আগুন নিভে যায়। পরদিন সকালে পূর্বের আগুনে দক্ষিণ পাশে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিয়ে গত ২০ বছরে সুন্দরবনে ২৬ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন