অ্যারাবিকা কফির ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমেছে

বণিক বার্তা ডেস্ক

গত মৌসুমে চার বছরের সর্বোচ্চ রেকর্ড গড়ার পর শুক্রবার অ্যারাবিকা কফির ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমে গেছে। পাশাপাশি কমেছে চিনির দামও। অ্যারাবিকা কফির জুলাইয়ে ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক শতাংশ কমে পাউন্ডপ্রতি দশমিক ৫২ ডলার নেমে গেছে। বৃৃহস্পতিবার কফির মূল্য ছিল পাউন্ডপ্রতি দশমিক ৫৫ ডলার, যা ২০১৭ সালের জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ। এদিকে রোবাস্তা কফির জুলাইয়ে ভবিষ্যৎ সরবরাহ মূল দশমিক শতাংশ কমে টনপ্রতি হাজার ৫৩৮ ডলারে নেমে গেছে। খবর রয়টার্স।

অ্যারাবিকা কফির শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিল। শুষ্ক মৌসুম কফির জন্য ফলন উপযোগী। তবে দেশটি চলতি বছর অ্যারাবিকা কফি উৎপাদন কমিয়ে দিয়েছে, যা ভবিষ্যৎ সরবরাহ মূল্য কমে যাওয়ার পেছনে বড় কারণ। এছাড়া ব্রাজিলিয়ান রিয়ালের দাম বড়তে শুরু করেছে। গত বৃহস্পতিবার দেশটির মুদ্রার দাম গত তিন মাসের সর্বোচ্চে পৌঁছেছে। রিয়ালের দাম বাড়ায় কৃষক রফতানিকারকরা ডলারে কফি বিক্রিতে নিরুৎসাহিত হচ্ছেন।

অন্যদিকে চিনির ভবিষ্যৎ সরবরাহ মূল্যও কমে গেছে। জুলাইয়ে পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক শতাংশ কমে প্রতি পাউন্ড ১৭ দশমিক ৪৭ সেন্টে ঠেকেছে। সাদা চিনির আগস্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক শতাংশ কমে টনপ্রতি ৪৬০ দশমিক ৪০ ডলারে নেমে গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন