চীনের বাজারে ইস্পাতের দামে ঊর্ধ্বগতি

বণিক বার্তা ডেস্ক

চীনে ইস্পাতের ভবিষ্যৎ সরবরাহ মূল্য আবারো বাড়তে শুরু করেছে। শ্রমিক দিবস উপলক্ষে শেষ হওয়া পাঁচদিনের ছুটি শেষে বৃহস্পতিবার মূল্যবৃদ্ধি শুরু হয়। মূলত অতিরিক্ত চাহিদার সম্ভাবনা আকরিক লোহাসহ ইস্পাত তৈরির অন্যান্য উপাদানের দরবৃদ্ধির ফলে ইস্পাতের মূল্যবৃদ্ধি ঘটে। খবর বিজনেস রেকর্ডার।

এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান অর্থনৈতিক সংলাপের অধীনে সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দেয় চীন। চীনের এমন সিদ্ধান্তের ফলে সাংহাইয়ে অবকাঠামো নির্মাণকাজে ব্যবহূত ইস্পাতের রডের অক্টোবরের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে দশমিক শতাংশ। ফলে প্রতি টন রডের দাম পৌঁছে ৮৭০ দশমিক ৭৫ ডলারে। গাড়িতে গৃহস্থালির তৈজসপত্রে ব্যবহূত হট রোলড কয়েলের দাম দশমিক শতাংশ বেড়ে প্রতি টনের দাম হাজার ৯৩১ ইউয়ানে পৌঁছে, যা রেকর্ড সর্বোচ্চ।

এদিকে চীনের এমন ঘোষণার পর পরই বাড়তে শুরু করে এশিয়ার আকরিক লোহার বাজার আদর্শ। বিশ্বে আকরিক লোহার সবচেয়ে বড় জোগানদাতা দেশ অস্ট্রেলিয়া। দেশটি চীনের মোট আমদানি চাহিদার দুই-তৃতীয়াংশ আকরিক লোহার জোগান দেয়।

ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে আকরিক লোহার দাম দশমিক শতাংশ বেড়ে প্রতি টন হাজার ১৬৯ ইউয়ানে পৌঁছে এবং সিঙ্গাপুর এক্সচেঞ্জে এটির দাম দশমিক শতাংশ বেড়ে প্রতি টন পৌঁছে ১৮৯ দশমিক ১৫ ডলারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন