২০২৫ সাল পর্যন্ত পিএসজিতে থাকছেন নেইমার

ক্রীড়া ডেস্ক

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন চুক্তিতে সই করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। এ চুক্তির ফলে তিনি প্যারিসে থাকবেন ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। 

সম্প্রতি ম্যানচেস্টার সিটির কাছে সেমিফাইনালে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় পিএসজি। গুঞ্জন ছিল, তিনি পিএসজি ছেড়ে যোগ দিতে পারেন সাবেক ক্লাব বার্সেলোনায়। যদিও এ গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে দিয়ে তিনি পিএসজিতেই থেকে গেলেন। ২৯ বছর বয়সী খেলোয়াড় এখানে মনের শান্তিকেই কারণ হিসেবে দেখিয়েছেন। 

২০১৭ সালে দুনিয়া কাঁপানো দলবদলে ২২২ মিলিয়ন ইউরোয় বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান নেইমার। মাঝে গুঞ্জন উঠলেও তিনি পিএসজিতেই সুখে আছেন বলে জানালেন। তার কথায়, একজন ব্যক্তি, একজন মানুষ ও একজন খেলোয়াড় হিসেবে আমি গড়ে উঠছি এখানেই। 

আগের চুক্তির শেষ বছরে প্রবেশ করার মুহূর্তে নতুন চুক্তিতে সই করলেন নেইমার। পিএসজির হয়ে এখন পর্যন্ত ১১২ ম্যাচে ৮৫ গোল করেছেন তিনি, অ্যাসিস্ট করেছেন ৫১ গোলে। 

সূত্র: বিবিসি


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন