বান্দরবানে ধরা পড়ল উড়ন্ত বনবিড়াল

বণিক বার্তা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে তারাছা রেঞ্জের হাংসামা বনে বিরল প্রজাতির একটি উড়ন্ত বনবিড়াল অবমুক্ত করে বন বিভাগ। গতকাল বিকালে বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাঈদুল ইসলামের উপস্থিতিতে উড়ন্ত লাল বনবিড়ালটি অবমুক্ত করা হয়।

সময় উপস্থিত ছিলেন পাল্পউড প্লান্টেশন বিভাগের তারাছা রেঞ্জ কর্মকর্তা বশির আহম্মদ খান, বন প্রহরী কাদের হোসেন, আনোয়ার হোসেন, আকাশ প্রমুখ।

রেঞ্জ কর্মকর্তা বশির আহম্মদ খান বণিক বার্তাকে বলেন, বিড়ালসদৃশ কাঠবিড়ালীর মতো এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যেতে পারা প্রাণীটিকে স্থানীয়ভাবে উড়ন্ত লাল বনবিড়াল বলা হয়ে থাকে। মূলত এটি বিরল প্রজাতির লাল বনবিড়াল।

বিভাগীয় বন কর্মকর্তা মো. সাঈদুল ইসলাম বলেন, সেভ দ্য নেচার অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন গতকাল বিকালে লোকালয়ে উড়ন্ত বনবিড়াল ধরা পড়ার বিষয়টি অবগত করেন। পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি দল পাঠিয়ে ওই লোকালয় থেকে নিয়ে এসে বিরল প্রজাতির উড়ন্ত লাল বনবিড়ালটি হাংসামা বনে অবমুক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন