সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৩

বণিক বার্তা ডেস্ক

সড়ক দুর্ঘটনায় বগুড়ায় মোটরসাইকেল আরোহী এবং নওগাঁ বাগেরহাটে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

বগুড়া: শহরের পুলিশ লাইন্সের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাজিদ ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় ঘটনায় নোমান নামের আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। নিহত সাজিদ বগুড়া শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকার জাকিরুল ইসলাম আপেলের ছেলে।

জানা গেছে, বন্ধুদের সঙ্গে ইফতার শেষে সাজিদ নোমান মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বগুড়া শহরের পুলিশ লাইন্সের সামনে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই ছিটকে পড়ে যান। এতে সড়কের ডিভাইডারের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন দুজনই।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নোমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নওগাঁ: জেলার মান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাজারের অদূরে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সতিহাট বাজারের অদূরে সকালে রাস্তার পাশে মরদেহ দেখে থানায় সংবাদ দেন স্থানীয়রা। পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় রাস্তা পারাপার করতে গিয়ে ওই নারীকে দূরপাল্লার ভারী যানবাহন ধাক্কা দিয়েছে। এতে আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তার একপাশে ছিটকে পড়ে মারা যান তিনি।

বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জে খাবারের পানি সংগ্রহ করতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় রাবেয়া বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে রাবেয়া বেগম ইজিবাইকের ধাক্কায় নিহত হন। তিন সন্তানের মা রাবেয়া বেগম পূর্ব শরালীয়া গ্রামের মন্টু তালুকদারের স্ত্রী। নিহতের মেয়ে ইতি আক্তার সুখী বেগম বলেন, খাবারের পানি সংগ্রহের জন্য কলসি নিয়ে ব্র্যাক অফিসের দিকে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগায় আমার মা রাস্তার ওপর পড়ে যান। ফায়ার সার্ভিসের লোকজন তাকে তুলে হাসপাতালে পৌঁছে দেয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাবেয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন