প্রিয় অ্যাকাউন্টে অর্থ পাঠাতে টুইটারের টিপ জার

বণিক বার্তা ডেস্ক

নিজেদের অ্যান্ড্রয়েড আইওএস অ্যাপসে টিপ জার ফিচার চালু করেছে টুইটার। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রিয় অ্যাকাউন্টগুলোয় সরাসরি অর্থ পাঠাতে পারবে। খবর দ্য ভার্জ।

টিপ জার ব্যবহার করতে কোনো অ্যাকাউন্টের ইউজারনেমের পাশে নতুন যুক্ত হওয়া ডলার আইকনে ক্লিক করতে হবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা টুইটারের স্পেসেস ফিচারেও টিপ দিতে পারবে। ক্লাবহাউজের মতো অডিও প্লাটফর্ম হিসেবে যাত্রা করেছে স্পেসেস। বেশ কয়েকটি পেমেন্ট অপশনে ওই টিপ দেয়া যাবে যেমন ব্যান্ডক্যাম্প, ক্যাশ অ্যাপ, প্যাট্রিয়ন, পেপাল ভেনমো। প্রাপ্ত টিপ থেকে কোনো ফি নেবে না বলে দাবি টুইটার কর্তৃপক্ষের।

ইংরেজি ভাষায় সব টুইটার ব্যবহারকারীরা টিপ দিতে পারবে। তবে বর্তমানে টিপ গ্রহণের সুযোগ থাকছে কেবল বাছাই করা একটি অংশের, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, বিশেষজ্ঞ অলাভজনক উদ্যোগে সম্পৃক্ত ব্যক্তিরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন