সুইস এ শহরের প্রতি আটজনে একজন মিলিয়নেয়ার

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় দুই শহর শোয়েজ জুগ। দুই শহরের প্রতি আটজন বাসিন্দার একজন মিলিয়নেয়ার। কর সম্পদের তথ্যসহ সরকারি পরিসংখ্যান বিশ্লেষণের ওপর ভিত্তি করে তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সোনট্যাগসব্লিক। জুরিখ, জেনেভাসহ বৃহত্তর ঘনবসতিপূর্ণ শহরের তুলনায় শোয়েজ জুগে ব্যক্তিগত করহার অনেক কম। লুসার্ন বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক ক্রিস্টোফ শাল্টেগার বলেন, শোয়েজ জুগের চিত্র দেখলে একটা বিষয় বোঝা যায়, আঞ্চলিক কর প্রতিযোগিতা খুবই কার্যকরী দারুণ একটি ব্যাপার। আঞ্চলিক কর দূরবর্তী কাঠামোগত অনুন্নত অঞ্চলগুলোকে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় শহরগুলোর তুলনায় নিজেকে উপস্থাপনের সুযোগ করে দেয়। ২০১৭ সালে সুইজারল্যান্ডের প্রতি এক হাজার করদাতার মধ্যে মিলিয়নেয়ারের সংখ্যা ছিল ৬২। আর ১৯৬৯ সালে সংখ্যা ছিল ১১। কর প্রস্তুতি সেবা ট্রান্সফর্মা এজির তথ্যমতে, সুইজারল্যান্ডের বার শহরের বাসিন্দাদের প্রতি লাখ সুইস ফ্রাংকের বিপরীতে প্রায় দশমিক শতাংশ কর দিতে হয়। যেখানে একই পরিমাণ সম্পদের বিপরীতে জেনেভার বাসিন্দারা প্রায় ১৬ শতাংশ কর পরিশোধ করেন। ব্লুমবার্গ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন