‘গ্র্যান্ড ডিজাইন’-এর বাংলা রূপান্তরের পাঠ উন্মোচন

বণিক বার্তা অনলাইন

পাঠ উন্মোচিত হলো স্টিফেন হকিংয়ের অনবদ্য ভাষ্যগ্রান্ড  ডিজাইন এর বাংলা রূপান্তরের। এটি রূপান্তর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক, লেখক গবেষক ড. সেলিম মোজাহার।

 

বইটি স্টিফেন হকিং ও লিওনার্দ ম্লোদিনোর যৌথভাবে লেখাগ্রান্ড  ডিজাইন গ্রন্থের (২০১০) সরাসরি অনুবাদ নয়। একই নামে হকিংয়ের কণ্ঠস্বরে চিত্রিত একটি তথ্যচিত্র ত্রয়ীর (২০১২) বাংলা রূপান্তর এ বই। যার মূল উপজীব্য সৃষ্টি, মহাসৃষ্টি, মানব-অস্তিত্ব, মানবজীবন, মানব-জীবনের মানে বা তাৎপর্য ইত্যাদি।

 

গতকাল বিকেলে অনলাইন পাঠ উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. সুশান্ত দাস এবং বাংলা একাডেমির হালিমা শরফুদ্দিন বিজ্ঞান-পুরস্কার প্রাপ্ত, বিজ্ঞান-বক্তা ও বিজ্ঞান-বিষয়ক পত্রিকামহাবৃত্ত সম্পাদক আসিফুর রহমান।

 

অধ্যাপক মেসবাহউদ্দিন বলেন, সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে তুলে ধরার ক্ষেত্রে এ বইটি এক অসাধারণ প্রয়াস।

 

অনুষ্ঠানে ড. সেলিম মোজাহার বলেন, আমি আশা করি কেবল বিজ্ঞান নয়, সাহিত্য-শিল্প-সমাজ-দর্শনসহ জ্ঞানের সব শাখার পাঠকের কাছে বইটি প্রয়োজনীয় ও সুখপাঠ্য হবে।

 

বইটির প্রকাশকবুকিশ পাবলিকেশন্স ‘মনন সংস্কৃতি ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, লেখক-গবেষক ড. মাহবুবুল হক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন