সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর

১০ মাসে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হয়নি

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চলতি ২০২০-২১ অর্থবছরের গত ১০ মাসে (জুলাই ২০২০- এপ্রিল ২০২১) রাজস্ব আয় হয়েছে ৭০০ কোটি ৮০ টাকা লাখ টাকা। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ২৮৫ কোটি ৪ লাখ টাকা কম

ভোমরা শুল্ক স্টেশনের সিনিয়র রাজস্ব কর্মকর্তা আকবার আলী বণিক বার্তাকে বলেন, চলতি ২০২০-২১ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয় ৯৮৬ কোটি ২ লাখ টাকা। এরমধ্যে জুলাইতে ৭৩ কোটি ৫২ লাখ, আগষ্টে ৭৭ কোটি ৫৯ লাখ, সেপ্টেম্বর মাসে ৬৭ কোটি ৬৮ লাখ, অক্টবরে ৮৮ কোটি ৭ লাখ টাকা, নভেম্বরে ১১৪ কোটি ৮ লাখ , ডিসেম্বরে ১৩১ কোটি ৭ লাখ, জানুয়ারীতে ১৩২ কোটি ৫৫ লাখ, ফেব্রুয়ারীতে ১৫৫ কোটি ২৭ লাখ ও মার্চে ১৪৬ কোটি ১৯ লাখ টাকা। তবে গেল অর্থবছরের এপ্রিলে করোনার জন্য বন্দর বন্ধ থাকায় কোনো লক্ষ্যমাত্রা নির্ধারন করেনি এনবিআর।

 কিন্তু, গেল ১০ মাসে রাজস্ব আদায় হয়েছে ৭০০ কোটি ৮০ লাখ টাকা। এরমধ্যে জুলাইয়ে ৫৪ কোটি ৭৩ লাখ, আগষ্টে ৪৬ কোটি ৪১ লাখ, সেপ্টম্বরে ৫৩ কোটি ৯৩ লাখ, অক্টবরে ৭২ কোটি ১৯ লাখ, নভেম্বরে ৭৩ কোটি ৪৬ লাখ, ডিসেম্বরে ৯৩ কোটি ২৭ লাখ, জানুয়ারীতে ৭৮ কোটি ১৬ লাখ, ফেব্রুয়ারীতে ৮৮ কোটি ১২ লাখ, মার্চে ৮০ কোটি ৫৩ লাখ এবং এপ্রিলে ৬০ কোটি ৭২ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৮৫ কোটি ৪ লাখ টাকা ঘাটতি। 

ভোমরা স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়শনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বণিক বার্তাকে বলেন, ভারতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় বন্দরের ব্যবসা বানিজ্য খুবই মন্দা যাচ্ছে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমির মামুন বণিক বার্তাকে জানান, আমদানি রপ্তানি কমে যাওয়াতে রাজস্ব ঘাটতি পড়েছে। তিনি বলেন, মহামারী করোনার জন্য বন্দরে মালামাল আমদানি-রপ্তানি কম থাকায় রাজস্ব আয়ের পরিমানও কমে গেছে।

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন