ভারতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত

বণিক বার্তা অনলাইন

ভারতে করোনা মহামারী সংক্রমণ বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। প্রতিনিয়ত বেড়ে চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর  নতুন রেকর্ডের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ভারতের ৪ লাখ ১৪ হাজার ১৮৮ জনের করোনা শানক্ত হয়। এর মধ্য দিনে এযাবৎকালে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ডে পৌঁছে দেশটি। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯১৫ জন করোনায় মারা গেছে। গতকালের চেয়েও মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। বৃহস্পতিবার দেশটিতে করোনায় ৩ হাজার ৯৮০ জনের মৃত্যু হয়। তবে টানা ১০ দিন ধরে দৈনিক মৃতের সংখ্যা তিন হাজারেরও ওপরে রয়েছে। এর মধ্য দিয়ে কভিড-১৯-এ দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৩ জনে।

দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ১৪ লাখ ৯১ হাজার ৫৯৮ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বমোট ১ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৫১ জন সুস্থ্য হয়েছে। রর্তমানে ৩৬ লাখ ৪৫ হাজার ১৬৪ জন লোক কোভিড আক্রান্ত রয়েছে।

এর আগে গত ১ মার্চ মাত্র হাজার ৫১০ জনের করোনা শনাক্তের রেকর্ডে পৌঁছে ভারত। তবে দিন গড়ানোর পাশাপাশি বাড়তে থাকে করোনা শনাক্তের হার। এমনকি গত দুই সপ্তাহ ধরে প্রতিদিনই গড়ে অন্তত তিন লাখ করে করোনা রোগী শনাক্ত হয়ে আসছে দেশটিতে। তবে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো একদিনে ৪ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয় ভারতে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন