রাজশাহী বিশ্ববিদ্যালয়

শেষ কর্মদিবসে গণহারে নিয়োগ দিলেন উপাচার্য

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা সত্ত্বেও গতকাল শেষ কর্মদিবসে ১৩৭ জনকে অ্যাডহকে নিয়োগ দিয়ে গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। উপাচার্য স্বাক্ষরিত ওই নিয়োগ তালিকায় শিক্ষক, কর্মকর্তা পাবে ১৯ জন, ৮৫ জন তৃতীয় শ্রেণীর ২৪ জন চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন। যদিও গত বছরের ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত একটি চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি বিষয়ে ইউজিসির তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানকে সব ধরনের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্যের দ্বিতীয় মেয়াদের শেষ কার্যদিবস ছিল গতকাল। গত মে তিনি নিয়োগ তালিকায় স্বাক্ষর করেন। গতকাল উপাচার্য বাসভবনে গিয়ে দেখা যায়, চাকরিতে যোগদানের চিঠিতে স্বাক্ষর করছেন নতুন নিয়োগ পাওয়া ব্যক্তিরা।

তবে ইস্যুকৃত ওই নিয়োগপত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষর করেননি। তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক নিশ্চিত করেছেন।

এর আগে বেলা দেড়টার দিকে পুলিশ পাহারায় ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য অধ্যাপক . এম আব্দুস সোবহান। তার আগে নিয়োগের গুঞ্জন উঠলে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীসহ ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায় মহানগর ছাত্রলীগ। সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষ পুলিশের লাঠিচার্জে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক . আনন্দ কুমার সাহা। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন