বরাদ্দ না থাকায় বগুড়ায় করোনার টিকা দেয়া বন্ধ

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

বগুড়ায় নভেল করোনাভাইরাসের টিকা প্রদান আপাতত বন্ধ হয়ে গিয়েছে। বরাদ্দ না থাকায় গতকাল থেকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়া পুলিশ লাইন্স হাসপাতালে করোনাভাইরাসের টিকা প্রদান আপাতত বন্ধ থাকবে। তবে বগুড়ার উপজেলাগুলোতে মজুদ থাকা পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চালু থাকবে। উপজেলা পর্যায়ে টিকা শেষ হয়ে গেলে সেখানেও টিকা প্রদান বন্ধ থাকবে। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, শিগগিরই টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। করোনার টিকা পাওয়া মাত্রই আবারো টিকা দেয়া সম্ভব হবে।

বগুড়ায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা সদর উপজেলা। বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে উল্লেখিত তিনটি কেন্দ্রে টিকা কার্যক্রম সচল ছিল। কিন্তু বরাদ্দ মে শেষ হয়ে যাওয়ায় টিকা দেয়া স্থগিত করা হয়েছে।

বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সামির হোসেন মিশু জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনটি টিকাদান কেন্দ্রে টিকা প্রদান আপাতত বন্ধ থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন