৯ হাজার পরিবারে খাদ্যসামগ্রী দেবে আইডিএলসি

করোনা মোকাবেলায় দেশে কঠোর বিধিনিষেধ চলছে। সাময়িক অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে সমাজের নিম্নবিত্ত শ্রমজীবী মানুষ। অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। মে থেকে প্রতিষ্ঠানটি খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করেছে। এক মাসব্যাপী দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত প্রায় নয় হাজার নিম্নবিত্ত স্বল্প আয়ের পরিবারের মাঝে বিনা মূল্যে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করবে। কার্যক্রমে আইডিএলসিকে সহায়তা করছে দেশের স্বনামধন্য চারটি স্বেচ্ছাসেবী সংস্থা, যারা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের নানা সমস্যা নিয়ে কাজ করে যাচ্ছে।

স্বেচ্ছাসেবী সংস্থাগুলো হলো অভিযাত্রিক ফাউন্ডেশন, সিএসআর উইন্ডো বাংলাদেশ, মাস্তুল ফাউন্ডেশন সম্ভাবনা। তাদের মাধ্যমে নয় হাজার পরিবারের অন্তত ১০ দিনের খাবার জোগান দেয়া হবে বলে আশা করা হচ্ছে। প্রতিটি পরিবারের জন্য একেকটি ব্যাগে ১০ দিনের খাবার হিসেবে থাকছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় নানা খাদ্যসামগ্রী। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন