মুনাফা বেড়েছে পূবালী ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংকের চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পরিচালন আয় সাড়ে শতাংশ বেড়েছে। সেই সঙ্গে  আলোচ্য সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে সাড়ে ১৪ শতাংশ। গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে ব্যাংকটির পর্ষদ।

প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত পরিচালন আয় হয়েছে ২৪৭ কোটি ৫০ লাখ ১২ হাজার ৬৯৫ টাকা, যা আগের বছরের একই সময় ছিল ২৩০ কোটি লাখ ৫৪ হাজার ৪৮৯ টাকা। সে হিসাবে ব্যাংকটির আয় বেড়েছে ১৭ কোটি ৪০ লাখ ৫৮ হাজার ২০৬ টাকা বা দশমিক ৫৬ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটি সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৯৭৩ টাকা, যা আগের বছরের একই সময় ছিল ৮৮ কোটি ২৩ লাখ ৮৫ হাজার ৬২৯ টাকা। সে হিসাবে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ১২ কোটি ৯১ লাখ ৭৮ হাজার ৩৪৪ টাকা বা ১৪ দশমিক ৬৩ শতাংশ। প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন