দুদকের দুর্নীতির খোঁজে প্রাতিষ্ঠানিক টিম গঠন

নিজস্ব প্রতিবেদক

সরকারের ২২টি মন্ত্রণালয় বিভাগে দুর্নীতি দূর করতে কাজ করেছে দুদকের প্রাতিষ্ঠানিক টিম। এসব টিমের দেয়া বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে করণীয় নির্ধারণে দিকনির্দেশনা চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগেও অনুরোধ জানিয়েছে দুদক। এবার একই আদলে কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি রোধ এবং স্বচ্ছতা, জবাবদিহিতা কাজের গতিশীলতা আনতে একটি কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুদকের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক সাঈদ মাহবুবের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে কমিশন। কমিটির অন্য সদস্যরা হলেন দুদক গোয়েন্দা বিভাগের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী, প্রশিক্ষণ গবেষণা অনুবিভাগের পরিচালক উত্তম কুমার মণ্ডল, বিশেষ তদন্ত অনুবিভাগের পরিচালক মো. আকতার হোসেন আজাদ, পরিচালক (অর্থ হিসাব) মোহাম্মদ আব্দুল আওয়াল, পরিচালক (মানি লন্ডারিং) গোলাম শাহরিয়ার চৌধুরী একই অনুবিভাগের উপপরিচালক এএসএম সাজ্জাদ হোসেন। দুদক সচিব . মু. আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।

কমিটিকে কমিশনের কর্মপ্রক্রিয়ার ছয়টি ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে তা চিহ্নিতকরণ এবং এসব সমস্যা সমাধানে সুপারিশসংবলিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন কমিশনে দাখিলের কথা বলা হয়েছে।

কমিটির কর্মপরিধির মধ্যে রয়েছে অনুসন্ধান তদন্ত সংশ্লিষ্ট কাজে দীর্ঘসূত্রতার কারণ চিহ্নিতকরণ সমাধানের সুপারিশ, অনুসন্ধান তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা, ভাবমূর্তি জবাবদিহিতার ক্ষেত্র পর্যালোচনাপূর্বক সুপারিশসহ মতামত প্রদান, অনুসন্ধান তদন্তসংশ্লিষ্ট দায়িত্বের ক্ষেত্রে কর্মকর্তাভিত্তিক কাজের পরিমাণ বা ভারসাম্য পর্যালোচনাপূর্বক মতামত প্রদান, অনুসন্ধান এবং তদন্তকার্য পরিচালনার সময় অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তা বা অন্য কোনো কর্মকর্তা কর্তৃক দুর্নীতি বা অভিযোগের আওতাধীন ব্যক্তিকে হয়রানি করার সুযোগের ক্ষেত্রগুলো চিহ্নিত করা এবং তা নিরসনের জন্য সুপািরশ করা, কমিশনের কর্মকর্তা বা কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতিসংশ্লিষ্ট অভিযোগসমূহ পর্যালোচনাপূর্বক করণীয় বিষয়ে মতামত প্রদান, কমিশনের সুনাম সামাজিক গ্রহণযোগ্যতা বজায় রাখতে সুপারিশ প্রণয়ন ইত্যাদি। কমিটি প্রয়োজনে যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন