স্পুতনিক লাইটের এক ডোজই ৮০ শতাংশ কার্যকর

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাস প্রতিরোধী স্পুতনিক ভি টিকার একক ডোজের নমুনার অনুমোদন দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়। নতুন ডোজটির নাম স্পুতনিক লাইট। এটি কভিড-১৯ প্রতিরোধে ৮০ শতাংশ কার্যকর বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে পরীক্ষায় দেখা গেছে দুই ডোজের স্পুতনিক ভি টিকা ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর।

রাশিয়ার গণ টিকাদান কর্মসূচিতে ব্যবহারের ২৮ দিন পর প্রাপ্ত তথ্য থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিলের মধ্যে কোনো এক সময় স্পুতনিক লাইটের ব্যবহার হয়েছে। টিকা তৈরিতে সহায়তাকারী রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

আরডিআইএফ বলছে, করোনাভাইরাসের সব নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর হিসেবে প্রমাণ হয়েছে স্পুতনিক লাইট। মানুষের শরীরে এটি প্রবেশ করানোর পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এর দামও কম। ১০ ডলারেরও কম দামে এটি বিশ্বে সরবরাহ করা যাবে। পাশাপাশি এটি সংরক্ষণ করাও তুলনামূলক সহজ।

স্পুতনিক টিকা আবিস্কার ও উন্নয়ন করছে গামালেয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। সংস্থাটির পরিচালক আলেক্সান্দ্রার গিনসবার্গ বলেন, যেসব দেশে অনেক বেশি মানুষ সেখানে করোনাভাইরাসের দ্রুত বিস্তার রোধ করতে সাহায্য করবে স্পুতনিক লাইট। এছাড়া যারা একবার কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গেছেন তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এটি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন