ডেইমলারের শেয়ার বিক্রি করছে নিশান

বণিক বার্তা ডেস্ক

জার্মান গাড়ি জায়ান্ট ডেইমলারে থাকা দশমিক ৫৪ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়ার ঘোষণা দিয়েছে নিশান। জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ১৪০ কোটি ডলারে শেয়ার বিক্রি করছে। এর আগে ফ্রেন্স সহযোগী রেনল্ট একই কাজ করেছিল। খবর এএফপি।

সাবেক পরিচালক কার্লোস ঘোসনের কারণে জাপানের গাড়ি নির্মাতার সুনাম ক্ষুণ্ন হয়েছে। বর্তমানে কার্লোস পলাতক রয়েছেন। সেই ঘটনার পর প্রতিষ্ঠানটি পুনরায় মুনাফায় ফিরতে কাজ করে যাচ্ছে। বিভক্তিকরণের ফলে ব্যবসা আরো গতিশীল, আরো বিস্তৃত, প্রতিযোগিতামূলক এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাণে সহায়ক হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তবে ডেইমলারে থাকা মালিকানা বিক্রির সঙ্গে নিশানের শিল্প সহযোগিতা কখনই পরিবর্তন হবে না বলেও জানানো হয়। সেই সঙ্গে বিভিন্ন অঞ্চলে দুটি প্রতিষ্ঠান একত্রেই কাজ করবে।

মহামারীর কারণে ২০২০ সালে বিপুল অংকের লোকসানের মুখে পড়ে ফ্রান্সের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনল্ট। এর পরই প্রতিষ্ঠানটি ডেইমলারে থাকা দশমিক ৫৪ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়। রেনল্ট মিত্সুবিশির সঙ্গেও নিশানের অংশীদারিত্ব রয়েছে। আগামী সপ্তাহে প্রতিষ্ঠানটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন