শিল্পী অনুপ ভট্টাচার্য মারা গেছেন

বণিক বার্তা অনলাইন

মুক্তিযোদ্ধা, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক এবং সুরকার অনুপ ভট্টাচার্য্য মারা গেছেন।  রাজধানীর আসগর আলী মেডিকেলে রাত ৮টার পর এই শিল্পী শেষনিশ্বাস ত্যাগ করেন। 

শিল্পীর জামাতা সুদীপ চক্রবর্তী তার ফেসবুক স্ট্যাটাসে জানান, মুক্তিযোদ্ধা, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক এবং সুরকার অনুপ ভট্টাচার্য্য কিছুক্ষণ আগে গেন্ডারিয়ার আসগর আলী মেডিকেলে শেষনিশ্বাস ত্যাগ করেছেন।

১৯৪৫ সালে অনুপ ভট্টাচার্যের জন্ম।  স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলোসহ বেশকটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি। 

অনেক জনপ্রিয় গানের সুরারোপও করেন অনুপ ভট্টাচার্য।  এর মধ্যে জনপ্রিয় দুটি গান হলো ‌‍‍‘বৈশাখী মেঘের কাছে' ও ‘সুখ পাখি রে’। গান দুটি গেয়েছেন রফিকুল ইসলাম ও মিতালী মুখার্জি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন