মালয়েশিয়ায় প্রবেশে বাংলাদেশীদের ওপর নিষেধাজ্ঞা

বণিক বার্তা অনলাইন

করোনার নতুন সংক্রমণ রোধে এবার বাংলাদেশিদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়াও এ তালিকায় আরো আছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাম। ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। মালয়েশিয়ান সংবাদমাধ্যম ‘দ্য স্টার’ সুত্রে এ তথ্য জানা গেছে। 

দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এই ঘোষণা দেন। এর আগে অধিক সংক্রমণের দেশ হিসাবে বেশ কয়েকটি দেশের নাগরিকের উপর মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

 সম্প্রতি, ভারত থেকে দেশটিতে যাওয়া এক যাত্রীর শরীরে করোনার ভ্যারিয়েন্ট শনাক্তের পর ভারতের ওপর নিষেধাজ্ঞা দেয় মালয়েশিয়া। এরই ধারাবাহিকতায় ভারতের পার্শ্ববর্তী দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান মালয় মন্ত্রী। এর ফলে এসব দেশ থেকে কেউই এখন মালয়েশিয়ায় ঢুকতে পারবেন না। তবে শুধুমাত্র কূটনৈতিক ভিসাধারীরা শর্তসাপেক্ষে আসা-যাওয়া করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন