ঈদে ঝুঁকি নিয়ে চলাচল না করার অনুরোধ ওবায়দুল কাদেরের

বণিক বার্তা অনলাইন

আসন্ন ঈদুল ফিতর‌কে কেন্দ্র ক‌রে ঝুঁকি নিয়ে চোরাই পথে চলাচল না করার অনু‌রোধ জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সমাজকল্যাণ উপকমিটির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, লকডাউনে অনেকেই চোরাইপথে আসা যাওয়ার সুযোগ নিচ্ছেন। সরকারকে ফাঁকি দেওয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। এধরণের ঝুঁকি নিলে উৎসবের আগেই মৃত্যুর ট্যাজেডি অনিবার্য হয়ে পড়ে। কাজেই এধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, সবাইকে মনে রাখতে হবে আগে জীবন পরে জীবিকা। তাই উৎসব আনন্দের কি দাম আছে; যদি জীবন থেকেই দুরে সরে যেতে হয়। বেঁচে থাকলে ভবিষ্যতে অনেক আনন্দ করা যাবে। ঈদ যাত্রা যেন অন্তিম যাত্রায় পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন