ট্রাস্ট ব্যাংক

ডিএমডি ও সিআরও পদে আখলাসুর রহমান ভূইয়ার পদোন্নতি

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে পদোন্নতি পেয়েছেন আখলাসুর রহমান ভূইয়া। নতুন দায়িত্বের আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিআরএম ডিভিশনের প্রধান ছিলেন।

আখলাসুর রহমান ভূইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান থেকে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি এবং ইনস্টিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ওয়ান ব্যাংক লিমিটেডে যোগ দেন। ২০০১ সালে তিনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ট্রাস্ট ব্যাংকে যোগদান করেন।

ব্যাংকিং পেশাজীবী হিসেবে তিনি করপোরেট, কনজুমার, এসএমই, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কর্মজীবনে তিনি দেশে বিদেশে বহু প্রশিক্ষণ, সেমিনার কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন