৫০০ কোটি ডলারে ইয়াহু ও এওএল বিক্রি ভেরাইজনের

বণিক বার্তা ডেস্ক

ইন্টারনেট দুনিয়ার প্রথমদিককার অগ্রপথিক ইয়াহু এওএল বিক্রি করে দিচ্ছে ভেরাইজন। ৫০০ কোটি ডলারে সেগুলো কিনে নিচ্ছে বেসরকারি ইকুইটি ফার্ম অ্যাপোলো। ভেরাইজন এখন ফাইভজি প্রযুক্তিতে সর্বোচ্চ মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় নিজেদের মিডিয়া সার্চ ইঞ্জিন শাখা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। খবর নিউইয়র্ক টাইমস।

সার্চ ইঞ্জিন হিসেবে ইয়াহু অগ্রসেনানী হলেও গুগলের আধিপত্যে আয় সংকুচিত হতে থাকে। এওএলের স্থলে জায়গা নিতে শুরু করে কেবল জায়ান্টগুলো।

ভেরাইজন মিডিয়া তাদের নাম পরিবর্তন করে ফের ইয়াহুতে ফিরে যাচ্ছে। তবে এক্ষেত্রে ইয়াহু নামের পর বিস্ময়বোধক চিহ্নটি আর থাকবে না। অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের কাছে বিক্রি হলেও ১০ শতাংশ শেয়ার ধরে রাখবে ভেরাইজন। নতুন ইয়াহুর প্রধানের দায়িত্ব পালন করেন গুরু গাউরাপ্পান, যিনি ভেরাইজন মিডিয়ার নেতৃত্ব দিয়ে আসছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন