কর্মহীন নারী শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খুলনা জেলা প্রশাসনের মাধ্যমে করোনায় কর্মহীন খুলনা নগরীর ৫০০ নারী শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে বসবাসকারী ৫০০ কর্মহীন নারী শ্রমিককে চাল, ডাল, আলু, তেল, সবজি মুরগির মাংস দেয়া হয়।

গতকাল নগরীর শহীদ হাদিস পার্কে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সময় জুমে সংযুক্ত হয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা- আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বর্তমান সরকারের আমলে কোনো মানুষ না খেয়ে থাকবে না। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে প্রায় ৩৮ লাখ নিম্ন আয়ের পরিবারের মধ্যে হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা বিতরণ শুরু করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন