ট্রাম্পের ফেসবুকে ফেরা না ফেরা নিয়ে রায় আজ

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্টের ভাগ্য সম্পর্কে আজ চুড়ান্ত সিদ্ধান্ত আসবে। ফেসবুক ওভারসাইট বোর্ড সকাল নটায় ট্রাম্পের অ্যাকাউন্টের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। খবর বিবিসি।

বিভিন্ন অভিযোগ নিয়ে জনসাধারণের প্রায় নয় হাজার প্রতিক্রিয়া পর্যালোচনার কারণেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি করেছে বোর্ডটি। এর আগে ২১ এপ্রিলের মধ্যে সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছিল প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই একটি সিদ্ধান্তে আসবে তারা। গত বছর ফেসবুক ওভারসাইট বোর্ড কাজ শুরুর পর এটিই হতে যাচ্ছে তাদের যাবত্কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

ফেসবুকের মডারেশন বিষয়ে জটিল বা বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার লক্ষ্যেই বোর্ড গঠন করা হয়েছিল। ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ ২০ সদস্যের বোর্ড গঠন করে দেয়ার পর থেকে এটি ফেসবুকের সুপ্রিম কোর্ট হিসেবে পরিচিত। কমিটি স্বাধীনভাবে কাজ করলেও সদস্যদের বেতন অন্যান্য খরচ ফেসবুকই দিয়ে থাকে। বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী শিক্ষাবিদ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন