অপরিশোধিত জ্বালানি তেল

দৈনিক গড় উত্তোলন ২% বাড়িয়েছে রাশিয়া

বণিক বার্তা ডেস্ক

রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল গ্যাস কনডেনসেট উত্তোলন প্রবৃদ্ধির পথে হাঁটছে। চলতি বছরের এপ্রিলে তেল-গ্যাসের দৈনিক গড় উত্তোলন বেড়েছে শতংাশ। খবর ব্লুমবার্গ এসঅ্যান্ডপি গ্লোবাল।

রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের কেন্দ্রীয় সরবরাহ বিভাগের প্রকাশিত নথি অনুযায়ী, এপ্রিলে দেশটির দৈনিক তেল-গ্যাস উত্তোলনের পরিমাণ ছিল ১০ কোটি ৪৬ লাখ ব্যারেল। মার্চে দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল ১০ কোটি ২৫ লাখ ব্যারেল। মাসভিত্তিক হিসাবে এপ্রিলে রাশিয়ার মোট তেল গ্যাস উত্তোলনের পরিমাণ ছিল ৪২ কোটি ৮১ লাখ টন। মার্চে দেশটি উত্তোলন করেছে মোট ৪৩ কোটি ৩৪ লাখ টন তেল গ্যাস।

ওপেক প্লাসের সঙ্গে চুক্তি অনুযায়ী রাশিয়া তার জন্য নির্ধারিত হারে তেল গ্যাস কনডেনসেট উত্তোলন বাড়িয়েছে। বছরের শুরু থেকেই উত্তোলন বাড়তে থাকে। এদিকে উত্তোলন বৃদ্ধির পাশাপাশি রাশিয়া এপ্রিলে অপরিশোধিত জ্বালানি তেল রফতানিও বাড়িয়েছে। দেশটি সময় মোট ১৭ কোটি ৩২ লাখ টন বা দৈনিক কোটি ২৩ লাখ ব্যারেল তেল রফতানি করে। রফতানির পরিমাণ মার্চের তুলনায় দশমিক শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ে রফতানি ১৭ শতাংশ কমে গিয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন