প্রাগে চলছে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের শুটিং

ফিচার ডেস্ক

এরিক মারিয়া রেমার্কের লেখা বিখ্যাত যুদ্ধবিরোধী উপন্যাস অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। ১৯২৯ সালে প্রকাশিত উপন্যাস অবলম্বনে ছবি নির্মাণে কাজ শুরু করছে নেটফ্লিক্স। গতকাল ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। নেটফ্লিক্স আরো জানিয়েছে, মার্চ থেকে চেক রিপাবলিকে ছবিটির শুটিং চলছে।

ছবিটির জার্মান ভাষার সংস্করণ পরিচালনা করছেন এডওয়ার্ড বার্জার। চিত্রনাট্য তৈরি করেছেন ইয়ান স্টোকেল, লেসলি প্যাটারসন বার্জার। অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট ছবিটি নেটফ্লিক্সের পক্ষে প্রযোজনা করছে অ্যামিউজমেন্ট পার্ক ফিল্মের ম্যাল্টা গ্রুনার্ট। ছবিতে অভিনয় করছেন ফেলিক্স ক্যামরার, অ্যালবার্ট শুঝ, অ্যারন হিমলার, সেবাস্তিয়ান হাক প্রমুখ।

অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের গল্প কয়েকজন তরুণকে নিয়ে। দেশের জন্য যুদ্ধে যোগ দিয়ে একসময় তারা আবিষ্কার করে এর ভয়ানক চেহারা। ওয়েস্টার্ন ফ্রন্টে গিয়ে তাদের মনে হয় যুদ্ধে যেন মানব আত্মার মৃত্যু ঘটছে। ন্যায়-নীতির অনেক ধারণাই যুদ্ধে ট্রেঞ্চে অর্থহীন হয়ে যায়। জার্মান সেনানায়কদের ইচ্ছা রক্ষায় মরণের আগে যুদ্ধ শেষ হবে নাতরুণরা কথা জীবন দিয়ে অনুভব করে।

ছবিটি হতে যাচ্ছে জার্মানির সবচেয়ে বড় বাজেটের ছবিগুলো একটি। পরিচালক বার্জার বলেছেন, জার্মানির বেস্টসেলার যুদ্ধের অমানবিক সন্ত্রাসের ভয়াবহতার কথা ছড়িয়ে দিতে পারে। সম্ভবত রকম সাহিত্যকর্ম আর নেই। ছবিটির প্রথম জার্মান সংস্করণ নির্মাণ করাটা আমার জীবনের সেরা চ্যালেঞ্জগুলোর একটি।

নেটফ্লিক্সের ইন্টারন্যাশনাল ফিল্ম বিভাগের পরিচালক সাশা বুলার বলেছেন, আমরা গর্বিত যে এডওয়ার্ড বার্জার নেটফ্লিক্সের জন্য ছবিটি নির্মাণ করছেন। নেটফ্লিক্সের ছবিটি ২০২২ সালের দ্বিতীয়ার্ধে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

রেমার্কের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ১৯৩০ সালে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন লুইস মাইলস্টোন। ছবিটি প্রযোজনা করেছিল ইউনিভার্সেল স্টুডিও। লুইস সেবার সেরা পরিচালকের অস্কার জিতেছিলেন।

 

সূত্র: ভ্যারাইটি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন