বাঁশখালীতে নিহতদের পরিবারকে পাঁচ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ

বণিক বার্তা অনলাইন

চট্টগ্রামের বাঁশখালীর ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক দুটি রিটের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের (ভার্চ্যুয়াল) বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশে ওই ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন ৪৫ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া ঘটনার ভুক্তভোগী ও আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়ে নেয়া পদক্ষেপ ৪৫ দিনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা রিজওয়ানা হাসান ও সৈয়দা নাসরিন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায় ও বিপুল বাগমার।

গত ১৭ এপ্রিল সকালে বাঁশখালীর গন্ডামারায় সংঘর্ষে পুলিশের গুলিতে সাতজন নিহত হন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন