ডিএসইর রাজস্ব আদায় কমেছে সাড়ে ২৯%

নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে রাজস্ব আদায় সাড়ে ২৯ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এপ্রিল মাসে ডিএসইতে রাজস্ব আদায় হয়েছে ১৯ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৫২২ টাকা। আগের মাসে অর্থাৎ মার্চ মাসে রাজস্ব আদায় হয়েছিল ২৭ কোটি ৬০ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা। এক মাসের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজারের রাজস্ব আদায় কমেছে ৮ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬০৫ টাকা বা ২৯ দশমিক ৫৪ শতাংশ।

এপ্রিল মাসে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ডিএসইর রাজস্ব আদায় হয়ছে ১৪ কোটি ৩৭ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা। তার আগের মাস মার্চে এ খাত থেকে ডিএসইর রাজস্ব আদায় হয়ছে ১৪ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৭৬ হাজার ৭০২ টাকা।

এছাড়া উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রি থেকে এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছে ৫ কোটি ৭ লাখ ৩৪ হাজার ৬২৭ টাকা। যেখানে মার্চ মাসে রাজস্ব আদায়রে পরিমাণ ছিল ১৩ কোটি ১২ লাখ ৬৭ হাজার ৪২৫ টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন