সিবিওটিতে চাঙ্গা কৃষিপণ্যের বাজার

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক কৃষিপণ্যের বাজার পরিস্থিতি এক সপ্তাহ ধরে বেশ অস্থিতিশীল। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটছে। অস্থিতিশীলতা কাটিয়ে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভুট্টা, সয়াবিন গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে। বৃদ্ধি গত আট বছরের সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারসংশ্লিষ্টরা তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

সিওবিটি ইনডেক্স অনুযায়ী, ভুট্টার ভবিষ্যৎ সরবরাহ মূল্য ২৫ সেন্ট বেড়ে প্রতি বুশেল দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। গত এক সপ্তাহে বৃদ্ধির পরিমাণ দশমিক শতাংশ।

সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ৩২ সেন্ট বেড়ে প্রতি বুশেল ১৫ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। এক সপ্তাহে বেড়েছে বুশেলপ্রতি সেন্ট, সপ্তাহের হিসাবে যা দশমিক শতাংশ বেশি।

গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য সেন্ট বেড়ে বুশেলপ্রতি দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহভিত্তিক হিসাবে শস্যটির দাম বেড়েছে ২২ সেন্ট, যা দশমিক শতাংশ বেশি।

শিকাগোর জেনার গ্রুপের জ্যেষ্ঠ বাজার পরিবকল্পনা কর্মকর্তা ড্যান হাসি বলেন, বাজারে চলমান অস্থিতিশীল পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত বজায় থাকতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে উৎপাদন মৌসুমে ধীরগতি এবং ব্রাজিলের দক্ষিণাঞ্চলে খরার প্রভাবে শস্য উৎপাদনে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। ফলে খাদ্যশস্যের বৈশ্বিক চাহিদা পূরণে উদ্বেগ সৃষ্টি করেছে। এরই মধ্যে চীনের বাজারে খাদ্যশস্যের চাহিদার উল্লম্ফন লক্ষ করা গেছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, উপযুক্ত সময়ে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে খরা দাবদাহ কমতে পারে। এতে আগামী দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে ভুট্টার ফলন বাড়বে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন