বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তারকাদের জয়-পরাজয়

ফিচার ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছিলেন টেলিভিশন চলচ্চিত্রজগতের এক ঝাঁক তারকা। সরাসরি নির্বাচনে না দাঁড়ালেও মিঠুন চক্রবর্তীর মতো ভোটের মাঠে সরব ছিলেন অনেকে। ফলে রোববার ভোট গণনার দিন মমতা-শুভেন্দুদের পাশাপাশি টালিগঞ্জের এসব তারকার দিকেও উত্সুক নজর ছিল সবার।

নির্বাচনে দেখা যায়, ভোটারদের আস্থা অর্জনে খুব ব্যর্থ বেশির ভাগ তারকা। তাই জয়ীর চেয়ে পরাজিতের তালিকায় তারকাদের নাম বেশি দেখা যাচ্ছে। নায়িকাদের চেয়ে নায়কদের প্রতিই ভোটারদের আস্থা বেশি ছিল। এর ব্যতিক্রমও আছে। টালিগঞ্জের নায়ক সোহম, হিরণ যেমন জিতেছেন, তেমনি হেরেছেন রুদ্রনীল। আবার শ্রাবন্তী, পায়েল, পার্নো, সায়ন্তিকা যেমন হেরেছেন তেমনি জিতেছেন জুন মালিয়া, অগ্নিমিত্রা।

তবে পরিচালক রাজ চক্রবর্তীর পাশাপাশি জিতেছেন কাঞ্চন মল্লিক, চিরঞ্জিৎ চক্রবর্তী। পাশাপাশি হেরেছেন বাবুল সুপ্রিয়, যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারীসহ চলচ্চিত্রজগতের অনেকেই।

নিচে বিজয়ী পরাজিত তারকাদের তালিকা দেয়া হলো:

বিজয়ী

চিরঞ্জিৎ চক্রবর্তী, বারাসাত (তৃণমূল কংগ্রেস)

সোহম চক্রবর্তী, চণ্ডীপুর (তৃণমূল কংগ্রেস)

হিরণ চট্টোপাধ্যায়, খড়গপুর সদর (বিজেপি)

কাঞ্চন মল্লিক, উত্তরপাড়া (তৃণমূল কংগ্রেস)

জুন মালিয়া, মেদিনীপুর (তৃণমূল কংগ্রেস)

রাজ চক্রবর্তী, বারাকপুর (তৃণমূল কংগ্রেস)

অগ্নিমিত্রা পাল, আসানসোল দক্ষিণ (বিজেপি)


পরাজিত

রুদ্রনীল ঘোষ, ভবানীপুর (বিজেপি)

বাবুল সুপ্রিয়, টালিগঞ্জ (বিজেপি)

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বেহালা পশ্চিম (বিজেপি)

পার্নো মিত্র, বরানগর (বিজেপি)

পায়েল সরকার, বেহালা পূর্ব (বিজেপি)

যশ দাশগুপ্ত, চণ্ডীতলা (বিজেপি)

লকেট চট্টোপাধ্যায়, চুঁচুড়া (বিজেপি)

তনুশ্রী চক্রবর্তী, শ্যামপুর (বিজেপি)

অঞ্জনা বসু, সোনারপুর দক্ষিণ (বিজেপি)

পাপিয়া অধিকারী, উলুবেড়িয়া দক্ষিণ (বিজেপি)

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া (তৃণমূল কংগ্রেস)

সায়নি ঘোষ, আসানসোল দক্ষিণ (তৃণমূল কংগ্রেস)

কৌশানি মুখোপাধ্যায়, কৃষ্ণনগর উত্তর (তৃণমূল কংগ্রেস)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন