নতুন পরিচয়ে মাদার অব ড্রাগন

ফিচার ডেস্ক

জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনসের চরিত্র ডেনেরিস টারগেরিয়ান পরিচিত ছিলেন মাদার অব ড্রাগন নামে, যার আসল নাম এমিলিয়া ক্লার্ক। এবার তিনি হাজির হলেন কমিক লেখক পরিচয়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বলেছেন, আজ আমি খুবই আনন্দিত। এই প্রথম আমি একটা বই লিখে শেষ করেছি। এটা একটা কমিক বই। বইয়ের নাম মাদার অব ম্যাডনেস(মম) গত দুই বছর কঠোর পরিশ্রম করছি বইটার জন্য। বইয়ে আপনারা পাবেন এক খ্যাপাটে শক্তিশালী সুপার হিরো।

সামনের জুলাইয়ে এটি বাজারে আসবে বলে জানান গেম অব থ্রোন্স তারকা। বইয়ের প্রচ্ছদও শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

জর্জ আরআর মার্টিনের লেখা বিখ্যাত বই সং অব আইস অ্যান্ড ফাদার অবলম্বনে নির্মিত এইচবিওর চলচ্চিত্র গেম অব থ্রোন্স বিশ্বব্যাপী হইচই ফেলে দেয়ার পাশাপাশি এর বেশকিছু চরিত্রও রাতারাতি চলে আসে আলোচনায়। ডেনেরিস টার্গেরিয়ান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এমিলিয়া ক্লার্কও ভক্তদের মনে জায়গা করে নেন দ্রুতই। এছাড়া এমিলিয়া ক্লার্ক হলিউড ফ্যান্টাসি সিনেমার জনপ্রিয় মুখ। ভয়েস ফ্রম দ্য স্টোন, সলো: স্টার ওয়ারস স্টোরি, লাস্ট ক্রিসমাসসহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এমিলিয়া।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন