চলমান বিধি-নিষেধ আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

বণিক বার্তা অনলাইন

করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে কার্যাবালি/চলাচলে বিধি-নিষেধের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ বুধবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগে মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতা ২৮ এপ্রিল বুধবার মধ্যরাত থেকে ৫ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আট দিনের কঠোর বিধি-নিষেধ শুরু হয়। বিধি-নিষেধের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে।

তবে, করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধি-নিষেধের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। আজ বিধি-নিষেধ আরেক দফা বাড়িয়ে ৫ মে মধ্যরাত পর্যন্ত করা হলো



এই বিভাগের আরও খবর

আরও পড়ুন