শেয়ার কিনবেন আরডি ফুডের পরিচালক

নিজস্ব প্রতিবেদক

শেয়ার কেনার ঘোষণা দিয়েছের রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস (আরডি ফুড) লিমিটেডের অন্যতম পরিচালক ফাহিম কবির। ২৯ এপ্রিলের মধ্যে লাখ শেয়ার কিনবেন তিনি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরের ভিত্তিতে পরিমাণ শেয়ার কিনবেন তিনি। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আরডি ফুডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৩ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৮ কোটি টাকা। মোট শেয়ার সংখ্যা কোটি ৩৭ লাখ ৬১ হাজার ১২৪। এর মধ্যে ৩১ দশমিক ১৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে। এছাড়া ১৯ দশমিক ১২ শতাংশ প্রাতিষ্ঠানিক বাকি ৪৯ দশমিক ৭৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আরডি ফুডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল পয়সা। ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮২ পয়সা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন